শিরোনাম
প্রথমবারের মতো করোনায় মৃত্যুশূন্য চীন
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২০, ০৯:৪২
প্রথমবারের মতো করোনায় মৃত্যুশূন্য চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়েছে ডিসেম্বরের শেষ নাগাদ। এরপর থেকে প্রতিদিনই সেখানে করোনায় মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে।কিন্তু সোমবার সেখানে করোনায় কারো মৃত্যু হয়নি। অর্থাৎ প্রথমবারের মতো একদিনে প্রাণহানির সংখ্যা পুরোপুরি শূন্যের কোটায় নামিয়ে আনলো চীন।


যদিও এদিন দেশটির মূল ভূ-খণ্ডে নতুন করে আরো ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।


চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, নতুন রোগীদের সবাই বহিরাগত অথবা বহিরাগতদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। এদিন নতুন করে ৩০ জন উপসর্গহীন রোগী শনাক্তের কথাও জানাায় দেশটি। এধরনের রোগীদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি থাকলেও কোনো ধরনের উপসর্গ থাকে না।


গত ১ এপ্রিল থেকে এমন রোগীর তথ্যপ্রকাশ শুরু করেছে চীন। এখন পর্যন্ত দেশটিতে উপসর্গহীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ জন।


এনএইচসি’র হিসাবে, চীনে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছন ৮১ হাজার ৭৪০ জন। এদের মধ্যে চিকিৎসার পর সুস্থ হয়েছেন মোট ৭৭ হাজার ১৬৭ জন। আর দেশটিতে সবমিলিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৩৩১ জন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com