শিরোনাম
ভারতে করোনায় আক্রান্ত ৪২ শতাংশের বয়স চল্লিশের নিচে
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ০৯:৫৫
ভারতে করোনায় আক্রান্ত ৪২ শতাংশের বয়স চল্লিশের নিচে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে ৪০ শতাংশই ২১ থেকে ৪০ বছর বয়সী। সেখানকার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ কথা জানায় স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৯ শতাংশের বয়স ০-২০ বছরের মধ্যে। ২১-৪০ বছরের মধ্যে ৪২ শতাংশ। আর ৪১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৩ শতাংশ। ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছে মাত্র ১৭ শতাংশ মানুষ। এর মানে হচ্ছে, করোনায় প্রবীণরাই বেশি আক্রান্ত হন ভারতে এই তথ্য খাটছে না।


তিনি আরো জানান, এখন পর্যন্ত তাবলিগি জামাতে অংশ গ্রহণকারী আক্রান্তের সন্ধান মিলেছে ১৭টি রাজ্যে। দেমের ১,০২৩টি কোভিড-১৯ পজিটিভ কেসের সঙ্গে ওই সমাবেশের যোগ রয়েছে। দেশের মোট করোনায় আক্রান্তের ৩০ শতাংশই একটি বিশেষ স্থানের সঙ্গে সম্পর্কিত।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব জানান, দিল্লি মসজিদে তাবলিগ জামাতে অংশগ্রহণকারী ও তাদের সংস্পর্শে আসা ২২,০০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।


এদিকে ভারতে রবিবার পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৮৩ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৫৭৭ জন।-সূত্র: এনডিটিভি


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com