শিরোনাম
আবারো ১৪ দিনের লকডাউনে যাচ্ছে স্পেন
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ১০:১২
আবারো ১৪ দিনের লকডাউনে যাচ্ছে স্পেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্পেনের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্বে মোট করোনায় আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান। আর মৃতের দিক দিয়েও তারা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এ অবস্থায় দেশে লকডাউনের সময়সীমা আরো দু সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ।


শনিবার (৪ এপ্রিল) টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘মঙ্গলবার মন্ত্রিসভা পার্লামেন্টের কাছে লকডাউনের সময়সীমা দ্বিতীয় দফা বাড়ানোর সুপারিশ করবে। এবার লকডাউন বা দেশের সর্বোচ্চ সতর্কাবস্থার মেয়াদ হবে আগামী শনিবার ২৫ এপ্রিল মধ্যরাত পর্ন্ত।’


এর আগে করোনার বিস্তৃতি ঠেকাতে গত ১৪ মার্চ দেশে ১৫ দিনের লকডাউন ও জরুরি অবস্থা জারি করেছিলেন প্রধানমন্ত্রী সানচেজ। এই লকডাউনের মেয়াদ শেষ হতে চলেছে আগামী ১১ এপ্রিল।


এরপর সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে আরো দু সপ্তাহের লকডাউনে যাচ্ছে দেশটি। রবিবার সকাল পর্ন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৮ জন। তাদের আগে করোনায় আক্রান্তের শীর্ষ অবস্থাকারী দেশটি হচ্ছে যুক্তরাষ্ট্র। সেখানে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১১ হাজার ৩৫৭ জন।


আর স্পেনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১২ হাজার মানুষ, অর্থাৎ ১১ হাজার ৯৪৭ জন। আর বিশ্বে করোনা মৃত্যুতে শীর্ষে থাকা দেশটি হচ্ছে ইতালি, ১৫ হাজার ৩৬২ জন।


স্পেনে এখনো করোনায় আক্রান্ত আছেন সবমিলিয়ে ৮০ হাজার মানুষ। এদের মধ্যে ৬ হাজার ৫৩২ জনের অবস্থা গুরুতর। সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৩৪ হাজার ২১৯ জন।-সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com