শিরোনাম
১০৫২ মার্কিন সেনা করোনা আক্রান্ত
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ২১:১০
১০৫২ মার্কিন সেনা করোনা আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতের গণহারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর ১ হাজার ৫২ জন সেনার দেহে প্রাণঘাতী কোভিড-১৯ রোগের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। খবর সিএনএনের।


সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তত ১ হাজার ৭৫২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তাদের অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যুর আশঙ্কাও তৈরি হয়েছে অনেকের।


এর আগে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্টের নাবিকরা করোনা আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছিলেন জাহাজটির ক্যাপ্টেন। নাবিকদের করোনাভাইরাস থেকে বাঁচানোর অনুরোধ করে পেন্টাগনকে চিঠি দিয়েছিলেন তিনি।


বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১০ লাখ ছাড়িয়েছে। এরমধ্যে প্রায় আড়াই লাখই যুক্তরাষ্ট্রে। দেশটিতে গতকাল একদিনে ২৫ হাজার মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হন। মৃত্যুর সংখ্যাও ৬ হাজার ছাড়িয়ে গেছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com