শিরোনাম
করোনায়: একদিনেই ৪৩৪১ জনের মৃত্যু, আক্রান্ত ৭২৫৬১
প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ০৮:০৫
করোনায়: একদিনেই ৪৩৪১ জনের মৃত্যু, আক্রান্ত ৭২৫৬১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৫শ ৬১ জন। প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৩৪১ জন।


ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যমতে করোনায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে ২৩ হাজার ৯৪১ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৭শ ২৬ জন।


করোনায় গত এক মাসেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। নতুন করে দেশটিতে ৪ হাজারেরও বেশি লোক আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৪শ ২৮ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮শ ৩৭ জন।


গত ৩ মাসে করোনার ছোবলে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৪২ হাজার ১শ ১৪ জন প্রাণ হারিয়েছেন। শুধু গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ হাজার ৩ শ জনেরও বেশি।


এদিকে মহামারী আকার ধারণ করা এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যমতে গত ২৪ ঘণ্টায় ৭২ হাজার ৫শ ৬১ জনের নতুন আক্রান্তের ঘটনায় এ পর্যন্ত আক্রান্ত মোট ৮ লাখ ৫৭ হাজার ২শ ৯৯ জনে দাঁড়িয়েছে।


ওয়ার্ল্ডোমিটারের হিসেবে, ১ লাখ ৭৭ হাজার ১৪১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসায় সুস্থ্য হয়ে উঠেছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে ৩২ হাজার ২শ ৯৭ জনের অবস্থা আশঙ্কাজনক। যা আক্রান্তের শতকরা ৫ ভাগ।


প্রায় ২ মাসের বেশি সময় আক্রান্তের সংখ্যায় সবার উপরে ছিল চীন। তবে গত দু’সপ্তাহেই সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com