শিরোনাম
করোনাভাইরাস: কলকাতায় অপরাধ কমেছে ৫০ শতাংশ
প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ১১:০৭
করোনাভাইরাস: কলকাতায় অপরাধ কমেছে ৫০ শতাংশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভারতে চলছে ২১ দিনের লকডাউন। এমন প্রদক্ষেপে কলকাতায় গত ১০ দিনে অপরাদের মাত্রা প্রায় ৫০ শতাংশ কমেছে বলে দাবি করেছেন কলকাতার যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) মুরলিধর শর্মা।


তিনি জানান, বছরের দুই মাসের সংগঠিত অপরাদের তুলনায় গত ১০ দিনে প্রায় অর্ধেক অপরাধ হয়েছে। কেবল ডাকাতি বা ইভটিজিং নয়, পকেটমার কিংবা ছিনতাইয়ের ঘটনা হ্রাস পেয়েছে অনেকটাই।


ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে শর্মা জানান, ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত যত অপরাধের রেকর্ড পাওয়া যাচ্ছে তাকে জানুয়ারি ও ফেব্রুয়ারির ওই সময়ের সঙ্গে তুলনা করলে আমরা বলতে পারি অপরাধের পরিমান কমেছে প্রায় ৫০ শতাংশ।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com