শিরোনাম
করোনাভাইরাস: ভারতে আক্রান্ত ১৩০৮, মৃত্যু ৩২
প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ০৯:৪৬
করোনাভাইরাস: ভারতে আক্রান্ত ১৩০৮, মৃত্যু ৩২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে কেরোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন মোট ৩২ জন। সোমবার (৩০ মার্চ) রাত পর্যন্ত পাওয়া তথ্যে এমনটাই জানা গেছে।


ভারতে খুব দ্রুত হারে না হলেও বেড়ে চলেছে মৃতের সংখ্যা। বিশেষ করে দেশটির কেরালা, মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট, দিল্লি, উত্তরপ্রদেশ রাজ্যে দ্রুতগতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্র রাজ্যকে ছাপিয়ে গিয়ে করোনা আক্রান্তে এক নম্বরে উঠে গিয়েছে কেরালা রাজ্যটি।


কেরালায় এই মুহূর্তে করোনা আক্রান্ত ২৩৪ জন, মহারাষ্ট্রে ২২০ জন। তবে করোনায় প্রাণহানির ঘটনায় এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। এই রাজ্যে মারা গেছে মোট ৯ জন। কেরালায় একজন।


তবে করোনায় আক্রান্ত হয়ে ভারতে মৃত্যুর হিসেবে মহারাষ্ট্রের পরেই রয়েছে গুজরাট। এই রাজ্যে করোনায় মারা গিয়েছেন ৬ জন, আক্রান্ত ৭০ জন। দিল্লিতে আক্রান্ত ৯৭ জন, মারা গেছে ২ জন। উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ৯৬ জন। তবে এই রাজ্যে প্রাণহানির কোনো খবর নেই।


কর্ণাটকে আক্রান্ত ৮৮ জন, মারা গেছে ৩ জন। তেলেঙ্গানা রাজ্যে করোনায় আক্রান্ত ৭০ জন।


করোনাভাইরাস আক্রান্তের নিরিখে অন্য রাজ্যগুলির মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ। এই তিন রাজ্যেই করোনায় আক্রান্ত হয়ে দুইজন করে মারা গেছেন।


একজন করে মারা গেছে ভারতের তেলেঙ্গানা, তামিলনাড়ু, জম্মু কাশ্মীর, বিহার এবং হিমাচলপ্রদেশে।


এদিকে করোনা সংক্রমণ আটকাতে ভারত জুড়ে লকডাউন চলছে। সংক্রমণ রুখতে আবারো দেশবাসীকে লকডাউন মেনে ঘরবন্দি থাকার আবেদন জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com