শিরোনাম
মসজিদে নামাজ পড়ায় পাকিস্তানে ৩৮ ইমাম আটক
প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১৩:২৯
মসজিদে নামাজ পড়ায় পাকিস্তানে ৩৮ ইমাম আটক
আন্তর্জাতক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার মসজিদে নামাজ পড়ার কারণে অন্তত ৩৮ জন ইমামকে আটক করেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচি পুলিশ। এফআইআর করা হয়েছে ৮৮ জনের নামে।


করোনাভাইরাস ছড়িয়ে পড়া কমাতে গত বৃহস্পতিবার সিন্ধু প্রদেশে মসজিদে নামাজ পড়ার ওপর বিধিনিষেধ আরোপ করে সেখানকার প্রাদেশিক সরকার। বলা হয়, আগামী ৫ এপ্রিল পর্যন্ত মসজিদে জুমার নামাজসহ, নাগরিকদের জামাতে নামাজ পড়তে দেয়া হবে না।


ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে পেনাল কোডের ১৮৬ ধারা, ১৮৮ ধারা, ২৬৯ ধারা ও সিন্ধু প্রদেশের মহামারী রোগ আইন ২০১৪ এর ৪ ধারা অনুযায়ী এসব এফআইআর দায়ের করা হয়েছে।


দেশটির পুলিশ জানায়, মধ্য জেলায় ২১ জনের নামে এফআইআর এবং ২৩ জনকে গ্রেফতার, পূর্ব জেলায় ২০ এফআইআর, করাঙ্গিতে ১২ এফআইআর ও ২ জনকে আটক, দক্ষিণ জেলায় ৩ এফআইআর ও ১ জনকে গ্রেফতার, এবং করাচিতে ৮ এফ আইআর ও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


এফআইআর ভুক্ত ব্যক্তিদের মধ্যে ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের কেয়ারটেকাররাও আছেন বলে খবরে বলা হয়েছে।


সিন্ধু সরকারের মুখপাত্র মুরতাজা ওহাব বৃহস্পতিবার টুইটারে বলেন, উলেমা ও মেডিকেল বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই জামাতে নামাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে তিনি বলেন, মসজিদের স্টাফসহ মোট ৫ জন মসজিদে জামাতে নামাজ পড়া যাবে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com