শিরোনাম
পরিস্থিতি আরো খারাপ হবে: বরিস জনসন
প্রকাশ : ২৯ মার্চ ২০২০, ১১:২৯
পরিস্থিতি আরো খারাপ হবে: বরিস জনসন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাজ্যে করোনাভাইরাস পরিস্থিতি আরো খারাপ হবে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।


শনিবার (২৮ মার্চ) যুক্তরাজ্যের প্রতিটি পরিবারকে চিঠি পাঠিয়ে তিনি এই বার্তা দেন।


প্রসঙ্গত, প্রধানমন্ত্রী বরিস নিজেও করোনায় আক্রান্ত হয়ে এখন আইসোলেশনে রয়েছেন।


বরিস জনসনের চিঠিতে জনগণকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ‘ভাল হওয়ার আগে পরিস্থিতি আরও খারাপ হবে’।


যুক্তরাজ্যে ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলেও তিনি ওই চিঠিতে জানান। ওই চিঠির সাথে প্রত্যেক ব্রিটিশ নাগরিককে বাড়ি ছেড়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত সরকারি নিয়মকানুন এবং স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সম্বলিত লিফলেটও দেয়া হয়েছে। সরকারি পরামর্শের স্পষ্টতা নিয়ে সমালোচনার পর এই পদক্ষেপ নেয়া হয়।


ব্রিটেনের প্রায় তিন কোটি পরিবারকে ওই চিঠি পাঠাতে খরচ হয়েছে প্রায় ৫৮ লাখ পাউন্ড।


চিঠিতে প্রধানমন্ত্রী জনসন লিখেছেন: শুরু থেকেই আমরা সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেছি। বৈজ্ঞানিক ও চিকিৎসা পরামর্শে আমাদের কিছু করতে বললে, আমরা তা অবশ্যই করবো। আমরা জানি পরিস্থিতি ভাল হওয়ার আগে আরো খারাপের দিকে যাবে। তবে আমরা সঠিক প্রস্তুতি নিচ্ছি। আমরা সবাই নিয়ম যত বেশি মেনে চলবো, তত কম জীবন হারাবো এবং ততো তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারব।


প্রধানমন্ত্রী যখন সাধারণ নাগরিকদের এই চিঠি লিখছেন তখন শনিবার দেশটিতে আরো ২৫৪৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এটি সেখানে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। দেশটিতে সবমিলিয়ে ১৭ হাজার ৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।


এছাড়া শনিবার করোনায় নতুন মৃত্যুর সংখ্যাতেও নতুন রেকর্ড হয়েছে যুক্তরাজ্যে। ওইদিন ২৬০ জন মারা গেছে। ফলে সেখানে মেটি মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০১৯য়ে।-সূত্র: বিবিসি বাংলা


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com