শিরোনাম
স্পেনে ২৪ ঘণ্টায় আরো ৮৩২ জনের প্রাণহানি
প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ২১:৩৩
স্পেনে ২৪ ঘণ্টায় আরো ৮৩২ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্পেনে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৮৩২ জনের প্রাণহানি ঘটেছে। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯০ জনে। শনিবার (২৮ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।


স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনায় মৃত্যুর হার গত দুই দিনের চেয়ে একটু কমেছে। শুক্রবার করোনায় মৃত্যুর হার ১৯ শতাংশ থাকলেও শনিবার সেটি কমে ১৭ শতাংশ হয়েছে।


স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, স্পেনে করোনা সংক্রমণ বেড়েছে প্রায় ৮ দশমিক ৮ শতাংশ। শুক্রবার পর্যন্ত দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৪৯ হাজার ৮৪৪ জন থাকলেও ২৪ ঘণ্টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭১৯ জনে। এছাড়া দেশটিতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন প্রায় ১২ হাজার ২৮৫ জন।


বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। শনিবার পর্যন্ত বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১৪ হাজার ২২৪, মারা গেছেন ২৮ হাজার ২৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৩২৮ জন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com