শিরোনাম
মার্কিন কংগ্রেসের পাঁচ সদস্য করোনায় আক্রান্ত
প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ১২:২৬
মার্কিন কংগ্রেসের পাঁচ সদস্য করোনায় আক্রান্ত
আন্তর্জািতক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনের উহান থেকে পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এবার এ ভাইরাস মার্কিন কংগ্রেসের পাঁচ সদস্যের শরীরে শনাক্ত হয়েছে। এছাড়াও ২০ জনের বেশি সদস্য সেল্ফ কোয়ারেন্টাইনে আছেন।


জানা গেছে, আক্রান্ত পাঁচজনের মধ্যে একজন হলেন মার্কিন প্রতিনিধি মাইক কেলি। তিনি পেনসেলভেনিয়ার রিপাবলিকান নেতা। এক সপ্তাহ যাবত ফ্লুর মত লক্ষণ ছিল তার শরীরে। এরপরই পরীক্ষায় করোনা ধরা পড়ে।


করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রতিনিধি জো কানিংহাম। সাউথ ক্যারোলিনার ডেমোক্রেট নেতা জো কানিংহাম। মার্চের ১৯ তারিখ থেকে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। শুক্রবার করোনা পরীক্ষা করলে তার রিপোর্ট পজেটিভ আসে।


গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন সিনেটর র‌্যান্ড পল। তিনিও এখন কোয়ারেন্টাইনে আছেন তিনি। ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস নেতা মারিও দিয়াজ বালার্ট করোনায় আক্রান্ত হয়েছেন। তিনিই প্রথম মার্কিন আইন প্রণেতা যিনি করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৪৫ বছর বয়সী ডেমোক্রেট সদস্য বেন ম্যাকঅ্যাডামস।


এছাড়া মহামারী করোনা আতঙ্কে সেল্ফ কোয়ারেন্টিনে গেছেন রিপাবিলকান সিনেটর মিট রমনে, মাইক লি। এর আগে থেকেই কোয়ারিন্টেনে আছেন চারজন সিনেটর। দিয়াজ বালার্ট বা ম্যাক অ্যাডামস বা তাদের সহকারীর সংস্পর্শে ছিলেন এমন আরো বেশ কয়েকজন কংগ্রেস সদস্য কোয়ারেন্টিনে আছেন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com