শিরোনাম
দীর্ঘ দিন ক্ষমতায় থাকতে যা করছেন পুতিন
প্রকাশ : ১১ মার্চ ২০২০, ২০:২৩
দীর্ঘ দিন ক্ষমতায় থাকতে যা করছেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরো ১২ বছর ক্ষমতায় থাকতে সংবিধান সংশোধন করেছেন। বুধবার (১১ মার্চ) পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলে প্রস্তাবিত সংবিধান সংশোধন অনুমোদন পায়। এর ফলে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন পুতিন। খবর এএফপির।


আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সংবিধান সংশোধন প্রশ্নে বুধবার রাশিয়ার পার্লামেন্টে তৃতীয় এবং শেষ পর্যালোচনা হয়। এরপর ভোটাভুটি হয়। সংশোধনের পক্ষে ভোট দিয়েছেন ১৬০ এমপি। বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র একজন। ভোটদানে বিরত ছিলেন ৩ এমপি।


ফলে ছয় বছর করে আরো টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকার পথ অনেকটা পরিষ্কার হল পুতিনের। এখন আঞ্চলিক পার্লামেন্টের সমর্থন এবং গণভোটে রায়ের অপেক্ষা।


২০০০ সালে প্রথমবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এরপর থেকেই টানা ২০ বছর ক্ষমতায় রয়েছেন। তার বর্তমান ক্ষমতার মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। চলতি বছরের জানুয়ারিতে হঠাৎ সংবিধান পরিবর্তনের ঘোষণা দেন পুতিন। সরকারের তরফে তখন এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয় নি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com