শিরোনাম
করোনাভাইরাসে দুই ইরানি নাগরিকের মৃত্যু
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০১
করোনাভাইরাসে দুই ইরানি নাগরিকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের দুই নাগরিক মারা গেছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলিরেজা বাহাবজাদেহের বরাত দিয়ে আইআরএনএ জানিয়েছে, নিহত দুই জনই করোনা ভাইরাসের জীবাণু বহন করছিলেন। তারা ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে কোম নামক এলাকার বাসিন্দা।


আইএসএনএ’র ওই সংবাদে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কিয়ানুশ জাহানপুরের বরাত দিয়ে জানানো হয়, গত দুই দিন ধরে করোনা ভাইরাসে কিছু রোগীর আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।


চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসটিতে এর আগে হংকং, ফিলিপাইন, জাপান, তাইওয়ান, ফ্রান্সে রোগী মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ।


করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। পুরো দেশজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৩৫৭ জন। এছাড়া বিশ্বের প্রায় ২৮টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর তথ্য জানা গেছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com