শিরোনাম
ভারতের জন্য এস-৪০০ উৎপাদন শুরু করেছে রাশিয়া
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২০, ২২:০৩
ভারতের জন্য এস-৪০০ উৎপাদন শুরু করেছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের জন্য এস-৪০০ মডেলের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম উৎপাদন শুরু করেছে রাশিয়া। ২০২৫ সালের মধ্যেই ভারতের জন্য উৎপাদিত সব এস-৪০০ মিসাইল দেশটিকে বুঝিয়ে দেয়া হবে জানিয়েছেন রাশিয়া মিশনের উপপ্রধান রোমান বাবুশকিন।


এই প্রযুক্তি নিজদের হাতে আনতে ভারতের খরচ পড়ছে ৩৯ হাজার কোটি রুপি।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ইন্ডিয়া টুডে এ কথা জানিয়েছেন।


এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চলতি বছরের মার্চে রাশিয়া-ভারত-চীন ত্রি-পাক্ষিক বৈঠকে যোগ দিতে রাশিয়া সফর করবেন। তখন এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্রযুক্তি ভারতকে বুঝিয়ে দেয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে।


এর আগে, রাশিয়ার এই অত্যাধুনিক প্রযুক্তি হাতে পেতে ভারতকে প্রচুর বেগ পেতে হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নানাভাবে হুমকি দেয়া হয়েছিল। এমন কী অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির হুমকি দিতেও পিছুপা হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


যুক্তরাষ্ট্রের এই হুমকি অগ্রাহ্য করেই রাশিয়ার সঙ্গে চুক্তি করেছিল ভারত। নতুন এই প্রযুক্তি ভারতের হাতে আসার পর বিশ্বের অন্য সারমিক শক্তিধর দেশগুলোর সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারবে ভারত। বিশেষত, প্রতিবেশি পাকিস্তানের সবগুলো এয়ারবেজ এস-৪০০ এর রেঞ্জের মধ্যে থাকবে।


ভারতের বিমান বাহিনী প্রধান বিএস ধানোয়া বলেছেন, এস-৪০০ হবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি 'গেমচেঞ্জার' প্রযুক্তি। ভারতের জন্য এই প্রযুক্তি উৎপাদনে কাজ করছে রাশিয়ার আলমাজ-অ্যান্টে।


বাতাসে ভাসতে থাকা শত্রুপক্ষের যে কোনও যুদ্ধবিমান অথবা মিসাইলকে মুহূর্তের মধ্যে ধ্বংস করেতে সক্ষম এস-৪০০ মিসাইল। ৪০০ কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা যে কোনও টার্গেটে অব্যর্থ আঘাত হানতে সক্ষম এস-৪০০। ৪০০ কিলমিটার রেঞ্জের সাথে মিলিয়ে এর নাম দেয়া হয়েছে এস-৪০০। ২০২৫ সাল থেকে এর আরেক অংশীদার হতে যাচ্ছে ভারত।


বিবার্তা/এসএ/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com