শিরোনাম
ট্রাম্প অভিশংসনের নথি সিনেটে, মঙ্গলবার বিচার শুরু
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ২১:৫১
ট্রাম্প অভিশংসনের নথি সিনেটে, মঙ্গলবার বিচার শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের অভিযোগপত্র মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে। অভিযোগপত্রটি নীল ফাইলে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সাত প্রতিনিধি সিনেটে পৌঁছে দেন।


ক্ষমতার অপব্যবহার এবং তদন্তে বাধা দেয়া এ দুই অভিযোগে অভিশংসনের শুনানি হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে উচ্চকক্ষ সিনেটে ট্রাম্পের বিপাকে পড়ার সম্ভাবনা খুবই কম। কারণ সিনেটে রিপাবলিকানরাই সংখ্যাগরিষ্ঠ।


সিনেটে রিপাবলিকান প্রতিনিধিদের নেতা মিচ ম্যাককনেল জানান, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে (বাংলাদেশ সময় রাত ১১টা) আনুষ্ঠানিকভাবে সিনেটে অভিযোগপত্র পড়া হবে। অভিযোগপত্র পাঠ করার পর মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসকে অভিশংসনের শুনানির বিচারের জন্য শপথ করানো হবে।


গত ১৮ ডিসেম্বর সংখ্যাগরিষ্ঠের ভোটে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত অভিশংসনের জন্য দেশটির উচ্চকক্ষ সিনেটে বিচার হতে হবে। সেখানে দুই-তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে।


আগামী মঙ্গলবার শুরু হবে এই বিচার প্রক্রিয়া। এ নিয়ে তৃতীয় কোনো মার্কিন প্রেসিডেন্টের সিনেটে বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এর আগে অভিশংসন প্রক্রিয়া শুরু হলেও পদ ছাড়তে হয়নি কোনো প্রেসিডেন্টকেই। ইতিহাসের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে নিম্নকক্ষে অভিশংসিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, ‘আমাদের দেশের জন্য মর্মান্তিক ও দুঃখজনক, আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে প্রেসিডেন্টের নেয়া পদক্ষেপ, যা তার শপথের বিপরীত এবং আমাদের নির্বাচনের নিরাপত্তাকে বিপন্ন করেছে, আমাদের এ অবস্থানে এনেছে। প্রেসিডেন্টকে এ বিষয়ে জবাবদিহি করতে হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।’


শুনানির পর ১০০ সদস্যের সিনেটে যদি দুই-তৃতীয়াংশ সদস্য অভিশংসনের পক্ষে সমর্থন জানায়, তবেই চূড়ান্তভাবে অভিশংসিত হবেন ট্রাম্প। কিন্তু সিনেটে ৪৭ রিপাবলিকান সদস্য থাকায় আপাতত প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের সম্ভাবনা নেই বললেই চলে।


বিবার্তা/এসএ/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com