শিরোনাম
মোদির প্রস্তাবে রাজি হননি জাকির নায়েক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২০, ১৯:২৫
মোদির প্রস্তাবে রাজি হননি জাকির নায়েক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কাশ্মীর ইস্যুতে মোদিকে সমর্থন জানালে ভারতের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ জাকির নায়েকের সব মামলা তুলে নেবে দেশটির বিজেপি সরকার।


সম্প্রতি এক ভিডিও বার্তায় জাকির নায়েক দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দূত তার সঙ্গে দেখা করেছিলেন।


তিনি বলেন, কাশ্মীর নিয়ে মোদিকে সমর্থন করলে সব মামলা তুলে নেবে ভারত সরকার। সরকার চেয়েছিল, আমার নানা যোগাযোগ কাজে লাগিয়ে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করতে।


মোদি সরকারের পক্ষ থেকে জাকির নায়েককে বলা হয়েছে কাশ্মীর নিয়ে আমাদের পদক্ষেপকে সমর্থন করুন। আপনার বিরুদ্ধে সব মামলা তুলে নেব। আপনি ভারতে ফিরতে পারবেন। কিন্তু এই প্রস্তাবে রাজি হয়নি প্রখ্যাত এই ধর্ম প্রচারক।


জাকির নায়েক বলেন, ভারত সরকার তাদের এক প্রতিনিধির সঙ্গে আমাকে বৈঠকে বসতে বলেছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহে সেই প্রতিনিধি আমার সঙ্গে দেখা করতে আসেন। ওই প্রতিনিধি আমাকে বলেন, মোদি ও অমিত শাহের নির্দেশে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আপনি যাতে নিরাপদে ভারতে ফিরতে পারেন, সেজন্য তারা ব্যবস্থা করবেন। বিনিময়ে তারা আপনার সাহায্যে মুসলিম দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চান।


জাকির নায়েক জানান, এই প্রস্তাব শুনে তিনি প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত লোকসভা ভোটের আগে এক ভাষণে দু'মিনিটে তার নাম উল্লেখ করেছিলেন ন'বার। তার দাবি, মোদির প্রতিনিধির সঙ্গে তিনি কয়েক ঘণ্টা কথা বলেছিলেন। তাকে বলা হয়েছিল, সংবিধানের ৩৭০ ধারা রদ করার সিদ্ধান্তকে সমর্থন করুন। কিন্তু তিনি রাজি হননি। সূত্র: দ্য ওয়াল।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com