শিরোনাম
সাউথ ওয়েলসে ৭ দিনের জরুরি অবস্থা জারি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২০, ১৬:২৭
সাউথ ওয়েলসে ৭ দিনের জরুরি অবস্থা জারি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে সাতদিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে।


হাজার হাজার মানুষ দাবানল থেকে পালাচ্ছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আবহাওয়ার পূর্বাভাসে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।


দাবানল থেকে দফায় দফায় অগ্নিকাণ্ডের ঘটনায় তাপমাত্রা বেড়ে গেছে এবং তীব্র গরম বাতাস প্রবাহিত হচ্ছে।


গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত দাবানলে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। দাবানলের আগুনে ১২শ বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে।


এখন পর্যন্ত কমপক্ষে ১৭ জন নিখোঁজ রয়েছে। চলতি সপ্তাহে দাবানল থেকে ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসের বিশাল এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।


নিউ ইয়ারের প্রথম কয়েক ঘণ্টায় শুধুমাত্র নিউ সাউথ ওয়েলসেই দাবানল থেকে শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি অগ্নিকাণ্ডের ঘটনাকে জরুরি অবস্থা বলে ঘোষণা করা হয়েছে।


নিউ সাউথ ওয়েলসের গভর্নর সতর্ক করে বলেছেন যে, পরিস্থিতি ভয়াবহ হতে যাচ্ছে। সেখানে শত শত বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে।


বিবার্তা/শহিদুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com