শিরোনাম
যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধের হুমকি ইরানের
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২০, ১০:৫৩
যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধের হুমকি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার দায় ইরানের ওপর চাপানোয় যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধের হুমকি দিয়েছে তেহরান। খবর রিডিও তেহরানের।


মঙ্গলবার (৩১ডিসেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেন, মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়ে ২৫ ইরাকি নাগরিককে নৃশংসভাবে হত্যার পর তার দায় ইরানের ওপর চাপিয়ে স্পর্ধা দেখিয়েছে। ইরান অবশ্যই এর প্রতিশোধ নেবে।


তিনি বলেন, মার্কিন কর্মকর্তাদের ভুল হিসাব ও কুপরামর্শমূলক প্রতিক্রিয়ার বিরুদ্ধে আমরা সতর্ক। হোয়াইট হাউসের উচিৎ মধ্যপ্রাচ্যে ধ্বংসাত্মক নীতি পুনর্বিবেচনা করা।


সম্প্রতি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঠিকাদারকে হত্যা করে ইরান-সমর্থিত কাতায়েব হিজবুল্লাহ। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে রবিবার হিজবুল্লাহ মিলিশিয়াদের ঘাঁটিতে হামলা চালিয়ে ২৫ ইরাকি নাগরিককে হত্যা করে মার্কিন বাহিনী।


এরপর মার্কিন হামলার নিন্দা জানাতে কয়েক হাজার ইরাকি জনগন ও মিলিশিয়া যোদ্ধা জড়ো হন বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে। এসময় তারা ‘নো ট্রাম্প, নো আমেরিকা’ বলেস্লোগান দেন।


এক পার্যায়ে মার্কিন দূতাবাস ভাংচুর করে বিক্ষোভকারীরা। অবশ্য এর আগেই বিক্ষোভকারীদের ভয়ে দূতাবাস কর্তকর্তাদের সরিয়ে নিয়েছিলো মার্কিন কর্তৃপক্ষ।


এদিকে মঙ্গলবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার একজন বেসামরিক ঠিকাদারকে হত্যা করেছে ইরান। আমরা জোরালোভাবে সাড়া দিয়েছি এবং ভবিষ্যতেও সাড়া দিয়ে যাব। এখন মার্কিন দূতাবাসে হামলা চালাচ্ছে ইরান। এই হামলার জন্য তারা দায়বদ্ধ থাকবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com