দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ ভিডিও প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি দাবি করেছেন, ভারতের দাবিকে ফালতু বলে পাকিস্তান যে দাবি করেছে, আন্তর্জাতিক গণমাধ্যম তাকেই সমর্থন দিচ্ছে।
গত বুধবার পাক নিয়ন্ত্রিত কাশ্মীরের সাতটি জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে ৩৮ জঙ্গিকে হত্যা করার দাবি করে ভারত। তবে পাকিস্তানে এ দাবিকে উড়িয়ে দেয়।
মোদির কট্টর সমালোচক কেজরিওয়াল বলেন, ‘পাকিস্তানের প্রচারণা মিথ্যা প্রমাণের জন্য ওই হামলার ভিডিও দেখার জন্য আমার রক্ত ফুটছে (অস্থির হয়ে আছি)।’
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার শত বিষয়ে মতভেদ থাকতে পারে। তবে আমি তার পাকিস্তানবিরোধী অবস্থানকে স্যালুট জানাই।
বিবার্তা/ইডি/ইফতি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]