শিরোনাম
নবান্নে মমতা-মসিউর সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১৪
নবান্নে মমতা-মসিউর সৌজন্য সাক্ষাৎ
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রমহান। বুধবার বিকেল পাঁচটা নাগাদ পশ্চিমবঙ্গ রাজ্যের সচিবালয় ‘নবান্ন’-এ উপস্থিত হন মশিউর রহমান।


এসময় তাঁর সাথে ছিলেন কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার জকি আহাদ। নবান্নের ১৪ তলায় তাঁদের স্বাগত জানান মুখ্যমন্ত্রী। প্রায় ৪০ মিনিট ধরে কথা হয় দুই পক্ষের মধ্যে।


বৈঠক নিয়ে কোন পক্ষ মুখ না খুললেও সূত্রে খবর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েই প্রধানত কথা হয়েছে দুই জনের মধ্যে। যার মধ্যে অন্যতম তিস্তা পানি বন্টন চুক্তির দ্রুত বাস্তবায়ন। পাশাপাশি সন্ত্রাস, বাণিজ্য নিয়েও দুই জনের মধ্যে কথা হয়েছে বলে জানা যায়।


গত মে মাসে বিপুল জয় পেয়ে টানা দ্বিতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসায় মমতাকে জয়ের শুভেচ্ছা জানান মশিউর। এদিনের সাক্ষাতকালে হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা মমতাকে বাংলাদেশে যাওয়ারও আমন্ত্রণ জানান।


বিবার্তা/ডিডি/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com