
ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। এছাড়া নিরাপত্তার বাহিনীর পৃথক অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশকে সঙ্গে নিয়ে জম্মুর কিশস্তার জেলায় সেনাবাহনী একটি যৌথ অভিযান পরিচালনা করে। এতে বন্দুকধারীরা হামলা চালালে চার সেনা সদস্য গুলিবিদ্ধ হোন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দুজনের মৃত্যু হয়।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে নিরাপত্তা বাহিনী যৌথ অভিযানে নামে।
এরপরেই সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। এতে দুই সেনা নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। অপরদিকে কাথুয়ায় নিরাপত্তার বাহিনীর আরেক অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।
আগামী ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরে ভোট। ভোটের মুখে ক্রমেই উত্তপ্ত হচ্ছে এলাকাটি। এর আগে জম্মু ও কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। দীর্ঘ ১০ বছর পর আবার সেখানে ভোট হতে চলেছে। কাশ্মীরের ৯০টি আসনে তিন দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]