শিরোনাম
‘রাজনীতিবিদ হওয়ার গুণ নেই সুষমার’
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৬, ১৩:১৭
‘রাজনীতিবিদ হওয়ার গুণ নেই সুষমার’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সুমন্ত বালগি নামে এক টুইটার অ্যাকাউন্ট ব্যবহারকারী ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের কাছে জানতে চেয়েছেন ‘আপনি কি সত্যিই সুষমা স্বরাজ? ভারতের রাজনীতিবিদদের মধ্যে যেসব গুণ থাকার কথা সেগুলো তো আপনার নেই।’
সুষমা স্বরাজকে হেয় করে নয়, বরং ওই টুইটে ভারতের বাকি রাজনীতিবিদদের অসংবেদনশীলতা নিয়ে বিদ্রুপ করা হয়েছে। বালগির টুইটে ইঙ্গিত দেয়া হয়, ভারতের রাজনীতিবিদেরা মানুষের সমস্যা নিয়ে খুব বেশি চিন্তিত না থাকলেও ‘আপনি সত্যিই ভারতীয়দের জন্য চিন্তা-ভাবনা করেন।’
বালগির টুইটে ভারতের রাজনীতিবিদদের নিয়ে শ্লেষ ছিল, সেটা বুঝতে খুব বেশি সমস্যা হয়নি পররাষ্ট্র মন্ত্রীর। টুইটের উত্তরে সুষমা লেখেন, ‘এমন ধারণা করাটা ভুল। ভারতের রাজনৈতিক নেতারা সংবেদনশীল এবং সাহায্যও করেন তারা।’
পররাষ্ট্র মন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা এই টুইটার বার্তা যথেষ্ট সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বহু মানুষ ওই বার্তা রিটুইট করেছেন এবং লাইক দিয়েছেন।
ওই টুইটের জবাবে সুষমাকে অনেকে তার বিভিন্ন উদ্যোগের জন্য ধন্যবাদ দিয়েছেন। সেই সঙ্গে পিএসআর ইন্ডিয়ান নামের একটি টুইট হ্যান্ডেল থেকে বালগির উদ্দেশ্যে লেখা হয়, ‘আপনার কথা মানতে পারলাম না। সুষমা স্বরাজ আসলে একজন মন্ত্রীর কর্তব্যটাকেই নতুন মাত্রা দিয়েছেন। আর তিনি যা করছেন, সেটাই তার কর্তব্য।’
পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ টুইটারে যথেষ্ট সক্রিয়। সৌদি আরবে আটকে পড়া হাজার হাজার ভারতীয় শ্রমিকদের জন্য কী ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে, কখন কীভাবে বিনা খরচে সেখানকার শ্রমিকদের দেশে ফেরার জন্য ব্যবস্থা করা হচ্ছে অথবা কোনো ব্যক্তির অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার জন্য তার মাকে কাতারের ভিসার ব্যবস্থা করে দেয়া– এ ধরনের সমস্যার দ্রুত সমাধান পররাষ্ট্রমন্ত্রী টুইটের মাধ্যমেই করে থাকেন নিয়মিত।
সুষমা স্বরাজের এই টুইট প্রবণতার ফলে বেশ কয়েকবার তাকে বিড়ম্বনাতেও পড়তে হয়েছে। এক ব্যক্তি তার বাড়ির ফ্রিজ সারিয়ে দেয়ার অনুরোধ করেছিলেন স্বরাজকে টুইটের মাধ্যমে।
মন্ত্রী রাগ না হয়ে বরং মজা করে জবাব দিয়েছিলেন। তিনি লেখেন, তিনি এখন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে ব্যস্ত, তাই ফ্রিজ সারিয়ে দিতে অপারগ।
অনেকের মতে, ভারতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের কাছে পৌঁছুতেও সাধারণ মানুষকে যেখানে বেগ পেতে হয়, সেখানে পররাষ্ট্র মন্ত্রীর কাছে টুইটের মাধ্যমে মুহুর্তেই বার্তা পৌঁছে দেয়া যাচ্ছে। এটাই অনেককে আশ্চর্য করেছে, পাশাপাশি ফালতু আবদারও শুরু করেছেন কেউ কেউ। সূত্র: বিবিসি
বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com