কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের এক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজিজুল ইসলাম (৫০) নামের ওই কর্মী ডেপুটি হাইকমিশনে স্টেনো-টাইপিস্ট পদে কর্মরত ছিলেন।
মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার বেকবাগানের ৪৩, লোয়ার রেঞ্জ-এ অবস্থিত নিজের ফ্ল্যাটে ওই কর্মীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার ডেপুটি হাইকমিশনের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে আজিজুল ইসলামের ফ্ল্যাটের দরজা বন্ধ দেখে স্থানীয়রা কড়েয়া থানায় বিষয়টি জানায়। এরপর পুলিশ এসে আজিজুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। গত কয়েকমাস ধরে ফ্ল্যাটে একাই ছিলেন ওই কর্মী।
কলকাতা পুলিশের এক কর্মকর্তা জানান, মৃতের শরীরে কোনোরকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আমাদের অপরাধ দমন শাখার কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।
বিবার্তা/ডিডি/নিশি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]