
নতুন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনকে অভিনন্দন জানালেন ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ডা. সামন্ত লাল সেন যুগযুগ ধরে রাত দিন ২৪ ঘণ্টা রোগীদের নিয়ে কাজ করছেন ও রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এমন যোগ্য লোককেই স্বাস্থ্যমন্ত্রী নির্বাচিত করেছে সরকার।
১২ জানুয়ারি, শুক্রবার ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তিনি নিজেও নতুন পরিচালক হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন কিছুদিন আগে। পত্র-পত্রিকায় অনলাইনে দেখেছি রাত-দিন ২৪ ঘন্টায় রোগীদের নিয়ে কাজ করেছেন ডা. সামন্ত লাল সেন স্যার। ওনাকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পাওয়া নিজেকে গর্বিত মনে হচ্ছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যোগ্য লোককেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]