স্তন ক্যান্সার সচেতনতায় ইবিতে গোলাপী সড়ক শোভাযাত্রা
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ১৭:৫১
স্তন ক্যান্সার সচেতনতায় ইবিতে গোলাপী সড়ক শোভাযাত্রা
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্তন ক্যান্সার সচেতনতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এর গোলাপী সড়ক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


১০অক্টোবর, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসের ডায়না চত্ত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রগ্রাম (ক্যাপ) কুষ্টিয়া জোন এর আয়োজন করে।


শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডায়না চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।


সভায় সংগঠনটির কুষ্টিয়া জোনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপের উপদেষ্টা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান আলী।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শাহজাহান আলী বলেন, ‘আমরা যদি একজন সাধারণ মানুষকে সচেতন করি তাহলে সে ক্যান্সারের প্রাথমিক স্টেজেই তাড়াতাড়ি ট্রিটমেন্ট করাবে। যার ফলে সে তার জীবন এবং অর্থ দুটোই বাঁচাতে সক্ষম হবে। এটাই তো আমাদের সার্থকতা, এর চেয়ে মহৎ কাজ পৃথিবীতে আর নাই।’


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্টবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন।


এছাড়া ক্যাপ’র কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম মুসা, কুষ্টিয়া জোনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল্লাহ আল মাহাদী ও কুষ্টিয়া জোনের সাবেক সভাপতি ফয়সাল মোহাব্বত ফয়সালসহ সংগঠনটির অন্য সদস্য উপস্থিত ছিলেন।


বিবার্তা/জায়িম/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com