ফরিদপুরে ডেঙ্গুতে শিশুসহ তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৩
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ১৫:০৪
ফরিদপুরে ডেঙ্গুতে শিশুসহ তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৩
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাসের শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৯৩ জন ভর্তি হাসপাতালে হয়েছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৯ জন।
১ অক্টোবর, রবিবার সিভিল সার্জন অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


মৃতদের মধ্যে দুই মাস বয়সী আলসামী নামে এক শিশু রয়েছে। সে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের ধর্মদী গ্রামের সাইদুর রহমান-সুলতানা বেগম দম্পতির সন্তান। আলসামীর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৯ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে এ হাসপাতালে ভর্তি হয় এবং ৩০ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে মারা যায়।
মৃত অপর দুইজন হলেন- ফরিদপুরের সালথা উপজেলার চরকান্দিয়া গ্রামের দাউদ মন্ডলের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও রাজবাড়ীর পাংশা উপজেলার কামাল হোসেনের স্ত্রী সাজেদা বেগম (৪০)।
ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৯৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৬৫ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৩১৪ জন। এর মধ্যে ১১ হাজার ৪৯০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবা দিতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আমাদের সবাইকে ডেঙ্গুর ব্যাপারে আরও সচেতন হতে হবে। সচেতনতাই পারে আমাদের এই পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে।
বিবার্তা/রিয়াদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com