ডাব ডেঙ্গু রোগীর জন্য বাধ্যতামূলক নয় : অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০১:৩৪
ডাব ডেঙ্গু রোগীর জন্য বাধ্যতামূলক নয় : অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা সাড়ে পাঁচশ ছাড়িয়েছে। রোগীতে হাসপাতালগুলো ভর্তি। ডেঙ্গু থেকে সারিয়ে তুলতে রোগীকে ডাব ও ফলমূল খাওয়ানোর চেষ্টা করেন স্বজনরা। এই সুযোগে ডাবের দাম ধরা ছোঁয়ার বাইরে। তবে ডেঙ্গু রোগীর জন্য ডাব বা ফলমূল কিছুই বাধ্যতামূলক নয় বলছেন জনস্বাস্থ্য ও মেডিসিন বিশেষজ্ঞরা।


এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা.এবিএম আবদুল্লাহ বলেন, ডেঙ্গুতে দরকার হলো, তরল খাবার খাওয়ানো। ডেঙ্গু হলে যে ডাবই খেতে হবে, বিষয়টি এমন নয়। তরল জাতীয় যেকোনো খাবার খেলেই হলো। এক্ষেত্রে পানিও খাওয়া যেতে পারে।


তিনি বলেন, যদি কারও পাতলা পায়খানা হয়, বমি হয়, তাহলে সে ডাব খেতে পারে। ডাবে থাকা পটাশিয়াম কাজে লাগতে পারে। এছাড়া অন্যান্য রোগীদের ডাবের কোনো কার্যকারিতা নেই। চিকিৎসকরা হয়ত রোগীদের তরল খাবারের কথা বলে থাকেন, এটাই। কেউ কেউ তরল হিসেবে ডাবের নাম বলতে পারেন। এটাকেই কাজে লাগাচ্ছে ব্যবসায়ীরা। এটা তাদের কারসাজি।


তিনি বলেন, অতিরিক্ত টাকা খরচ করে ডাব বা এ জাতীয় ফলমূল খাওয়ার কোনো প্রয়োজন নেই। তরল জাতীয় খাবারের জায়গায় পানি, কোমল পানীয়-জুস, কিংবা বাসায় তৈরি স্যালাইন পান করার পরামর্শ দেন তিনি।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com