
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও আরও ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ২২ জন ঢাকার এবং সাতজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৫৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ২২০ জন। মারা গেছেন ১২ জন।
উল্লেখ্য, গত বছর সারাদেশে ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে মারা যান ২৮১ জন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]