আর্তমানবতার কল্যাণে স্বাস্থ্য সেবায় দৃঢ় প্রতিজ্ঞ থাকার পরামর্শ নার্সদের
প্রকাশ : ০৭ মে ২০২৩, ১৯:০০
আর্তমানবতার কল্যাণে স্বাস্থ্য সেবায় দৃঢ় প্রতিজ্ঞ থাকার পরামর্শ নার্সদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আর্তমানবতার কল্যাণে জনগণের স্বাস্থ্য সেবায় নার্সদের দৃঢ় প্রতিজ্ঞ থাকার পরামর্শ দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব বলেন, আর্তমানবতার সেবায় সার্বজনীন স্বাস্থ্যসেবায় আপনারা নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবেন বলে আমার বিশ্বাস।


৭ মে, রবিবার রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত নার্সিং শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


আবদুল ওয়াহ্‌হাব বলেন, দেশের সর্বস্তরের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে শুরু থেকেই নিবেদিত হয়ে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। যা সরকারের সার্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।


এসময় বিশেষ অতিথির বক্তব্যে সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকেই অত্যন্ত সুনামের সঙ্গে এ নার্সিং কলেজ দক্ষ নার্স তৈরিতে অবদান রাখছে। প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে সেবার মানসিকতা নিয়ে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন।


এর আগে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিংয়ের তৃতীয় ব্যাচ ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের ৬৪তম ব্যাচের মোট ৭৭জন শিক্ষার্থী সফলভাবে কোর্সটি সম্পন্ন করায় তাদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এসময় জানানো হয়, উচ্চ শিক্ষিত ও দক্ষ নার্স তৈরির লক্ষ্যে ১৯৫৫ সালে যাত্রা শুরু করে রাজধানীর হলি ফ্যামিলি নার্সিং ইনস্টিটিউট। যা ২০১৭ সালে নার্সিং কলেজে উন্নীত হয়। অত্যন্ত সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দক্ষ নার্স তৈরিতে অবদান রাখছে।


হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ তাছলিমা বেগমের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. দৌলতুজ্জামান, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এস এম হুমায়ুন কবীরসহ মেডিকেল কলেজ, হাসপাতাল ও সোসাইটির বিভিন্ন স্তরের কর্মকর্তারা।


বিবার্তা/রিয়াদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com