
নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
বুধবার (২৩ জুলাই) সকালে নাটোরের বড়াইগ্রামের শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০টা ৫ মিনিটের দিকে বড়াইগ্রামের শ্রীরামপুরে একটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট উদ্ধার কাজ করেছে উল্লেখ করে ফায়ার সার্ভিস আরও জানায়, এ ঘটনায় ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
আর বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, বনপাড়া থেকে একটি মাইক্রোবাস ঢাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]