
আসন্ন সম্মেলনকে ঘিরে হিসাব-নিকাশের শেষ নেই, কে কোথায় যাবে, উপরে বা নিচে। সাবেকরা বা কোথায়? দেশে-বিদেশে যোগাযোগ, চায়ের কাপে ঝড়। কারও ঘুম নেই, যার কিছু পাবার নেই; তারও ঘুম নেই!
মেকানিজম, কমিউনিকেশন, হাইপারটেনসন! ব্লাড প্রেসার হাই বা লো! সামাজিক মাধ্যমে live কিংবা লিখনি হচ্ছে কারও পক্ষে বিপক্ষে, চলছে টেবিল থাপড়ানো টকশো! ঠোঁটে সিগারেট, এক কাপ চা, অন্য হাতে fbতে সেলফি মেরে উঁকিঝুঁকি, নেতা আসা মাত্রই ভো দৌড়, চলছে চাটু বাক্যবর্ষণ!
নিজের কথাই বলি, বয়স আমার অল্প, ৩৬! ছাত্রলীগ ছেড়েছি ৭ বছর। বিভিন্ন দরজায় ঘাই ঘুই। পেলাম আসমানের চাঁদ পাওয়া পদ সহ-সম্পাদক, শর্ত আরোপ অল্প পোস্টার না করা! এ যেন ‘নাই দেশে বুট কালাই সন্দেশ’। একটা গল্প লিখ শরৎ বাবু (স্বর্গ থেকে) অতি সাধারণ নেতাকর্মীর গল্প। যারা এই সময় পাড়ি দিয়ে টিকে থাকতে হচ্ছে বাঘা বাঘা ব্যবসায়ী, আমলা, মৌসুমী চাটুকার নেতার ভিড়ে। পায়ে পড়ি শরৎ বাবু, একটা গল্প তুমি লিখ, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নও বিধাতার মতো। এখানে অনেক নেতাকর্মী রয়েছে; তারা হয়তো বাংলা, ইংলিশ, ফরাসি জানে না, শুধু কাঁদতে জানে। জিতিয়ে দিও আমাদের’।
আমাদের যারা অগ্রজ তাদের বিষয়ে বলি। মেধা, পরিশ্রম, যোগ্যতা কারও থেকে কোন অংশে কম না। বানের জলে ভাসা ধুতুরার ফুল, ব্যবসায়ী, আমলা, মৌসুমী চাটুকার নেতারা অর্থ বুঝে, তারা তা নয়, আদর্শ বুঝে। সাবেকদের মূল্যায়িত করা হউক পানির দামে (সহজে)। তাদের রেখে যাওয়া ইতিহাসে ভর করে আজ আমরা, তাদের আলোয় আলোকিত। শুভ কামনা। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
বি. দ্র. বাজার গরম! ব্ল্যাকে নিজের অস্তিত্ব টিআর, কাবিখার মতো বিকিয়ে না দেই!
শাহীনুর রহমান টুটুলের ফেসবুক থেকে
বিবার্তা/জিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]