শিরোনাম
পুঁজিবাজার শক্তিশালী করা হবে: অর্থমন্ত্রী
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৯, ১৯:১২
পুঁজিবাজার শক্তিশালী করা হবে: অর্থমন্ত্রী
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজার শক্তিশালী করার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে। এজন্য আগামী বাজেটে পুঁজিবাজারের জন্য বিশেষ প্রণোদনা থাকবে।


রবিবার সংসদে সরকারি দলের সদস্য আহসানুল হক টিটুর এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা অর্থমন্ত্রী।


মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি অত্যন্ত চাঙা ও শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে বর্তমানে পুঁজিবাজার নিয়ন্ত্রণে নেই। পুঁজিবাজার শক্তিশালী করার জন্য যা করার প্রয়োজন, সরকার তাই করবে।


তিনি বলেন, একটা দেশের অর্থনীতি যত শক্তিশালী হয়, তার প্রতিফলনটা পুঁজিবাজারে দেখা যায়। পৃথিবীর সব দেশেই পুঁজিবাজার ও অর্থনীতি সম্পৃক্ত থাকে। বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত চাঙা ও শক্তিশালী। কয়েক দিন আগে আইএমএফ’র সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। দেশের অর্থনৈতিক গতিশীলতা দেখে বিশ্ব ব্যাংক অত্যন্ত উচ্ছ্বাসিত হয়েছে। সে সময় আরও যারা মিটিং করেছেন তারা সবাই বলেছেন, বাংলাদেশকে অনুসরণ করতে হবে।


মুস্তফা কামাল বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রণ করা না গেলে এগিয়ে যাওয়া থমকে যাবে। পুঁজিবাজারে যেসব সমস্যা রয়েছে এগুলো চিহ্নিত করা হয়েছে। সবগুলোই এক এক করে সমাধান করা হবে।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com