শিরোনাম
নতুন বছরের শুরু থেকে এক অংকের সুদ কার্যকর
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১৯, ১২:০১
নতুন বছরের শুরু থেকে এক অংকের সুদ কার্যকর
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

উৎপাদনশীল খাতে ব্যাংক ঋণের সুদহার ‘এক অংক’ অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৪ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বিশেষ পর্ষদ সভায় ‘এক অংক’ সুদের হার অনুমোদন দেয়া হয়। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে শিল্পখাতের মেয়াদী ও তলবী ঋণের গ্রাহকরা এই সুবিধা পাবেন।


বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, শিল্প খাতে এক অংকের সুদহার অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। মেয়াদী ও তলবী ঋণ গ্রহীতারা এ সুবিধা পাবেন। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। এটি কার্যকর হবে ১ জানুয়ারি থেকে।


জানা গেছে, উল্লেখিত সুযোগ-সুবিধাসহ বেশ কিছু সুপারিশ চূড়ান্ত করেছে এ বিষয়ে গঠিত কমিটি। সুদহার কমানোর সুপারিশ সম্বলিত কমিটির চূড়ান্ত প্রতিবেদন গত ১২ ডিসেম্বর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে জমা দেয়া হয়। পরে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com