শিরোনাম
সোনার দাম আরেক দফা বাড়লো
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৯, ২০:৩৬
সোনার দাম আরেক দফা বাড়লো
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সোনার দাম আবারো বাড়ানোর ঘোষণা দিয়েছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনায় এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি। দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের মুল্যবৃদ্ধি পাওয়ায় এ দাম বাড়িয়েছে বাজুস।


বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে সোনার এ নতুন দর কার্যকর হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি পাওয়ায় স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বাড়ানো হয়েছে।


নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ধরা হয়েছে ৫৯ হাজার ১৯৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৫৬ হাজার ৮৬২ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৫১ হাজার ৮৪৬ টাকা।


এদিকে সনাতন পদ্ধতিতে সোনার দাম ২৯ হাজার ১৬০ টাকা আর ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।


নতুন নির্ধারিত দরে ২২, ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে এক হাজার ১৬৬ টাকা।


এর আগে গত ২৪ নভেম্বর একই কারণে সোনার দাম বাড়িয়েছিল বাজুস। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ধরা হয়েছিল ৫৮ হাজার ২৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৫৫ হাজার ৬৯৬ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫০ হাজার ৬৪০ টাকা।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com