শিরোনাম
বাংলাদেশের মেরিটাইম সেক্টরে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের আগ্রহ
প্রকাশ : ২১ মার্চ ২০১৯, ০৯:২৩
বাংলাদেশের মেরিটাইম সেক্টরে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের আগ্রহ
বাণিজ্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতের সময় এ আগ্রহ প্রকাশ করেন।


প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়ে তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন।


সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ও নিরাপত্তার বিষয়টি আলোচনায় স্থান পায়। এছাড়া মোংলা বন্দর,পায়রা বন্দর ও মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম নিয়েও এসময় আলোচনা হয়।


প্রতিমন্ত্রী রাষ্টদূতকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’-এর একটি গ্রন্থ এবং মন্ত্রণালয়ের স্মারক শুভেচ্ছা উপহার দেন।


এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।


বিবার্তা/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com