শিরোনাম
‘দেশে বর্তমানে ঋণ খেলাপির সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ১১৮ জন’
প্রকাশ : ০১ মার্চ ২০১৯, ০৯:২৩
‘দেশে বর্তমানে ঋণ খেলাপির সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ১১৮ জন’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে বর্তমানে ঋণ খেলাপির সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ১১৮জন।


তিনি বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।


মন্ত্রী বলেন, দেশের শীর্ষস্থানীয় ২০ জন ঋণ খেলাপির মধ্যে রয়েছে- কোয়ানটাম পাওয়ার সিস্টেম, সামান্নাজ সুপার অয়েল, বি আর স্পিনিং মিলস, স্বপরূপ স্পিনিং, রিমেক্স ফুটওয়্যার, রাইজিং স্টিল, কম্পিউটার সোর্স, বেনটেক্স ইন্ডাস্ট্রিজ, ম্যাক্স স্পিনিং মিলস, এস এ অয়েল রিফাইনারি, রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ, আনোয়ারা স্পিনিং মিলস, ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস, সুপ্রোভ রোটর স্পিনিং, ইয়াসির এন্টারপ্রাইজ, চৌধুরী নিটওয়্যারস, সিদ্দিক ট্রেডার্স, রূপালি কম্পজিট লেদারওয়্যার, আলপা কম্পজিট টাওয়েলস এবং এম এম ভেজিটেবল অয়েল প্রোডাক্টস লিমিটেড।


অর্থমন্ত্রী বলেন, হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় এ তালিকায় কিছুসংখ্যাক ঋণ খেলাপি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।


হাজী সেলিমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, রাষ্ট্রায়ত্ত্ব ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ (সেপ্টেম্বর ২০১৮) ৪৪ হাজার ২৮৯ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে সোনালী ব্যাংকের ১২ হাজার ৫২৬ কোটি ৫৩ লাখ, জনতা ব্যাংকের ১২ হাজার ২২ কোটি ৫৪ লাখ, বেসিক ব্যাংকের ৮ হাজার ৪৪১ কোটি ৫৬ লাখ, অগ্রণী ব্যাংকের ৫ হাজার ৬৪৮ কোটি ৫৩ লাখ, রূপালী ব্যংকের ৪ হাজার ৮৭০ কোটি ৪৭ লাখ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ৭৭৯ কোটি ৫০ লাখ টাকা।


দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুস্তফা কামাল জানান, দেশের ৫৭টি তফসিলি ব্যাংকের (২৭ ডিসেম্বর ২০১৮) মোট আমানতের পরিমাণ ১১ লাখ ১৫ হাজার ৩৫৭ কোটি টাকা। একই সময়ে বিনিয়োগের পরিমাণ ৯ কোটি ২২ লাখ ৮৮৪ কোটি ৫ লাখ টাকা।


চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মুস্তফা কামাল জানান, গত ডিসেম্বরের হিসাব অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ের দৈনিক গড় লেনদেন সংখ্যা ৬৭ লাখ ৭৭ হাজার। এতে দৈনিক এক হাজার ৩ কোটি টাকা লেনদেন হয়। মোবাইল ব্যাংকিংয়ের সার্ভিস চার্জ কমানোর জন্য বাংলাদেশ ব্যাংক সবকে নিয়ে কাজ করছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com