মার্চ মাসের বেতন, বোনাস দাবিতে পোশাক শ্রমিকদের মানববন্ধন
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১২:৪৫
মার্চ মাসের বেতন, বোনাস দাবিতে পোশাক শ্রমিকদের মানববন্ধন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী ২৫ রমজানের মধ্যে মার্চ মাসের পূর্ণ বেতন, ঈদ বোনাসহ সকল বকেয়া পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের মানববন্ধন হয়েছে।


রবিবার (১৬ মার্চ )সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


সংগঠনের সহ-সভাপতি গাজী মো. নূরে আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মোস্তফা, সাংগঠনিক সম্পাদক জামাল সিকদার, কেন্দ্রীয় নেতা শামীম আহমেদ, শেফালি আক্তার প্রমুখ নেতৃবৃন্দ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান মো. আবু আহাদ আল মামুন (দীপু মীর)।


নেতৃবৃন্দ বলেন, প্রতি বছর ঈদ উৎসব আসলেই পোষাক কারখানার মালিকগণ বিভিন্নভাবে তালবাহানা করে শ্রমিকদেরকে ঠকানোর চেষ্টা করে। শ্রমিকদের উপর ছাঁটাইসহ নির্যাতন করে থাকেন। তাই আমরা দাবি করছি ঈদকে সামনে রেখে কোন প্রকার ছাটাই-নির্যাতন করা যাবে না। পবিত্র ঈদুল ফিতর যেহেতু এপ্রিল মাসের ১ তারিখে ঈদ হওয়ার সম্ভাবনা তাই মার্চ মাসের পূর্ণ বেতন, ঈদ বোনাসসহ সকল বকেয়া পাওনা ২৫ শে রমজানের মধ্যে পরিশোধের দাবি জানাই, যাতে করে শ্রমিকরা যথা সময়ে ঈদের কেনা কাটা করতে পার এবং ২৭ শে রমজানের মধ্যে সকল কারখানায় ঈদের ছুটি ঘোষণা করতে হবে, যেন শ্রমিকরা ঠিকভাবে বাড়িতে গিয়ে ঈদ উৎসব করে আবার সময় মতো এসে কাজে যোগদান করতে পারে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com