আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদেরও ই-রিটার্ন দাখিলের নিদের্শ
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১১:২২
আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদেরও ই-রিটার্ন দাখিলের নিদের্শ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকারি ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মতো চার সিটি করপোরেশনে অবস্থিত আয়কর সার্কেলের অধিভুক্ত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।


রোববার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


এতে বলা হয়, গত ২২ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে জারি করা বিশেষ আদেশের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক ওই পত্রে বর্ণিত নির্দেশনা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পরিপালন নিশ্চিত করার জন্য নির্দেশনা দেয়া হল।


স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ইলেকট্রনিক মাধ্যমে রিটার্ন দাখিল সংক্রান্ত বিশেষ আদেশ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর ৪১(২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এ নির্দেশনা জারি করা হল।
এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


প্রসঙ্গত, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সকল সরকারি কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ আদেশ দেশের সব তফসিলি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, ইউনিলিভার বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, বার্জার পেইন্টস, বাটা ও নেসলে বাংলাদেশ ছাড়াও সব মোবাইল অপারেটরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বাধ্যতামূলক করেছে এনবিআর।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com