বেড়েছে পেঁয়াজ-আলুর দাম, স্বস্তি মিলছে না চালে
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১৫:২৮
বেড়েছে পেঁয়াজ-আলুর দাম, স্বস্তি মিলছে না চালে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বাজারগুলোতে গত কয়েক সপ্তাহের ব্যবধানে কমেছে মাছ, সবজির দাম কিছুটা কমেছে। তবে শুল্ক কমানোর পরও চালের দাম কমেনি। অপর দিকে সরবরাহ কম দেখিয়ে বেড়েছে আলু, পেঁয়াজের দাম।


শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর বাজারগুলোতে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। খুচরা বাজারে তা ১৭০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্রতি কেজি আলু কিনতে হচ্ছে ৬৫ টাকায়। গত সপ্তাহে যা ছিল ৬০ টাকা। বাড়তি দামের জন্য সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। যদিও ভোক্তাদের অভিযোগ কার্যকর তদারকি অভাবে অতি মুনাফা করছেন ব্যবসায়ীরা।


এদিকে, শুল্ক কমানোর সুপারিশ করা হলেও কমেনি চালের দাম। ৫৪ টাকার নিচে মিলছে না মোটা চাল। সরু চালের কেজি ৭০ টাকার ওপরে।


সরবরাহ ভালো হওয়ায় কিছুটা কমেছে সবজির দাম। বেশির ভাগ সবজি কেনা যাচ্ছে গড়ে ৭০ টাকা কেজিতে। শীতকালীন সবজির মধ্যে ঢ্যাঁড়স, পটোল, ঝিঙে, চিচিঙ্গা ৫০-৬০ টাকা কেজিতে নেমেছে, যা গত সপ্তাহের চেয়ে প্রায় ২০ টাকা কম। এছাড়া বেগুন, করলা ও কাঁকরোল ৮০-১০০ টাকা ও পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।


বাজারে রুই মাছ পাওয়া যাচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকায়, পাবদা ৪০০ টাকা, কৈ ২২০ টাকা, সিলভার কার্প ২২০ টাকা, পাঙাশ ২০০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, শিং ৮০০ টাকা, বোয়াল পাওয়া যাচ্ছে ৫০০ টাকা কেজিতে।


ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১৯০ টাকা।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com