শুল্ক অব্যাহতি সত্ত্বেও কমেনি সয়াবিন ও পাম তেলের দাম
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০০:৩০
শুল্ক অব্যাহতি সত্ত্বেও কমেনি সয়াবিন ও পাম তেলের দাম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সয়াবিন ও পাম তেলের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করলেও বাজারে দাম কমেনি।


টিসিবির তথ্য অনুযায়ী, রবিবার (২৭ অক্টোবর) খোলা বাজারে প্রতি লিটার পাম তেলের দাম গত সপ্তাহের তুলনায় ১ টাকা বেড়ে ১৪৯ টাকায় বিক্রি হয়েছে। আর খোলা সয়াবিন তেলের দাম ১৫৫ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা হয়েছে।


অথচ গত ১৭ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভোজ্যতেল উৎপাদন ও বিক্রির ওপর শুল্ক তুলে নেয়। এ সুবিধা চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।


দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে পাম ও সয়াবিন তেল আমদানির ওপর ভ্যাট কমিয়ে ৫ শতাংশে আনার আহ্বান জানান এই কর্মকর্তা।


বিশ্বব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই-সেপ্টেম্বরে পাম তেলের দাম টনপ্রতি ৯ শতাংশ বেড়ে ৯৩৭ ডলারে দাঁড়িয়েছে, যা এক বছর আগে ছিল ৮৫৬ ডলার।


দেশে ভোজ্যতেলের পাইকারি বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসেম বলেন, দেশের বাজারে ভোজ্যতেলের দামে ভ্যাট কমানোর কোনো প্রভাব নেই। কারণ চাহিদার তুলনায় সরবরাহ কম। গত এক সপ্তাহে পাম ও সয়াবিন তেলের দাম প্রতি মণ ২০০-২৫০ টাকা বেড়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com