বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১৬:৩০
বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টানা ৩ দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। দেশে নিরাপত্তাহীনতার কথা বলে গত ৩ দিন ভারত বেনাপোল বন্দরের সঙ্গে সংযুক্ত পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে সব ধরনের পণ্য রফতানি বন্ধ রাখে।


ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী টেলিফোনে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে ভারত থেকে পণ্য রফতানি শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে বুধবার (৭ আগস্ট) বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম ও বেনাপোল কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্ট নেতৃবৃন্দ পেট্রাপোল সিডাব্লিউসিএস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পণ্য রফতানি করার জন্য অনুরোধ জানান। পেট্রাপোল কাস্টমস, বন্দর সিএন্ডএফ এজেন্ট গতকাল বিকেলে যৌথ আলোচনায় বাংলাদেশে তাদের পণ্যবাহী ট্রাক পাঠাতে সিদ্ধান্ত নেয়। ফলে সকাল থেকে পুনরায় চালু হয় ব্যস্ততম বন্দরের কার্যক্রম।


উল্লেখ্য, প্রতিদিন বেনাপোল বন্দরে ভারত থেকে প্রায় ৪০০ থেকে ৪৫০ ট্রাক মালামাল আমদানি হয় এবং বাংলাদেশ থেকে ২০০ থেকে ২৫০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য রফতানি হয়ে থাকে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com