
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে কার্যক্রম শুরু হয়েছে। ফিরে এসেছে কর্মচাঞ্চল্যতা। এছাড়া ভারতের মেহেদীপুর বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।
বুধবার (৭ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে কার্যক্রম। এদিন প্রায় ৭৫টি পণ্যবাহী ট্রাক সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করে। পানামা সোনামসজিদ পোর্ট লিঙ্ক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের প্রভাব সারাদেশের ন্যায় সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানিতেও পড়েছে। তবে বুধবার (৭ আগস্ট) ৭৫টি পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। স্থলবন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে বলেও জানান তিনি।
সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, স্থলবন্দরের পরিস্থিতি স্বাভাবিক। ভারত থেকে পণ্যবাহী ট্রাক পাঠালে আমরা নিতে প্রস্তত। গতকালও ৬০টি পেঁয়াজবাহী ট্রাক ও ১৫টি অন্যান্য পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছিল। আজকেও পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে বলে আশা করছি।
সোনামসজিদ স্থল শুল্ক বন্দর, সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন অর রশিদ বলেন, কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশে একটি উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তা এখন কেটে গেছে এবং স্থলবন্দর দিয়ে আমদানি ও রফতানির কার্যক্রম শুরু হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]