বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ১৪:৫৬
বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রায় এক সপ্তাহ পর সচল হয়েছে পঞ্চগড়ের চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। বুধবার (২৪ জুলাই) থেকে বন্দরের কার্যক্রম পুরোপুরি চালু হয়।


বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৭ জুলাই থেকে সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ব্যাংকিং সেবা ঠিকমতো পাচ্ছিলাম না। আর তিন দিন সরকারি ছুটি থাকায় পণ্য আমদানি বন্ধ ছিল। বুধবার (২৪ জুলাই) থেকে ইন্টারনেট ব্রডব্যান্ড সেবা পাওয়ায় ব্যাংকগুলোতে লেনদেন করতে পারছি। আমদানি পণ্য স্থলবন্দরে প্রবেশ করছে। এতে করে আবার প্রাণ ফিরে পেয়েছে দেশের এই গুরুত্বপূর্ণ স্থলবন্দরটির।


বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বলেন, শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, সাধারণ ছুটি ও কারফিউর কারণে প্রায় এক সপ্তাহ পর বুধবার থেকে স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম সচল হয়েছে। বুধবার থেকেই বন্দরটিতে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে। রফতানিকৃত গাড়ি বন্দর সংশ্লিষ্ট দেশগুলোতে যাচ্ছে। এখন কোনো সমস্যা নেই।


বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, চলমান ঘটনা ঘিরে ইন্টারনেট বন্ধ ও সরকারি ছুটি থাকার থাকার গতকাল বুধবার থেকে চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম সচল হয়েছে। এ কয়েক দিন কোটা সংস্কার আন্দোলনের কারণে ইন্টারনেট বন্ধ থাকায় বন্দরের কাস্টমস কাজ করতে পারছিলেন না। আর তিন দিন সরকারি ছুটি ঘোষণা হওয়ায় আমদানিকারকরা বন্দরটিতে পণ্য আমদানি বন্ধ রেখেছিলেন। গতকাল বুধবার থেকে বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে।


আবুল কালাম আজাদ আরও জানান, বুধবার বন্দরটিতে পণ্যবাহী গাড়ি প্রবেশ করেছে ২৬৩টি। আর রফতানি গাড়ি গেছে ১৭টি। এ সময়ের মধ্যে সরকারি ছুটি, কারফিউ ও ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলেও স্থলবন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম চলমান ছিল।


বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) অমৃত অধিকারী বলেন, চলমান ঘটনায় আমাদের ইমিগ্রেশনে কোনো প্রকার সমস্যা হয়নি। যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। তবে আগের তুলনায় যাত্রী পারাপার কম ছিল।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com