
কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতা ঘিরে চলমান কারফিউর মধ্যে শনিবার থেকে সোমবার (৩ দিন) সব পণ্যের দাম ছিল চড়া। এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল বাজারে। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করায় বাজারে বেড়েছে সব পণ্যের সরবরাহ। কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। ফলে স্বস্তিতে ক্রেতারা।
বুধবার (২৪ জুলাই) সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
তিনদিন আগে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়। এছাড়া ওই সময় বেড়ে যাওয়া ডিম, মুরগি ও সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে।
বাজারে এখন ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা ডজন, যা ১৮০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। এছাড়া ব্রয়লার মুরগির দাম ২০ টাকা কমে ১৯০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বাজারে বেগুন, বরবটি, করলার মতো সবজিগুলো কেজিপ্রতি ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। এখন সবজির দাম ১০০ টাকার নিচে নেমে এসেছে। ঢ়্যাঁড়স, পটল, পেঁপে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে এসেছে।
রামপুরা বাজারে বিক্রেতা সফিউল হোসেন বলেন, মঙ্গলবার থেকে চালু হয়েছে পণ্য সরবরাহ। মঙ্গলবার দিবাগত রাতে কারওয়ান বাজারসহ অন্যান্য বাজারে পণ্যের সরবরাহ ছিল স্বাভাবিক। যে কারণে এখন দাম কমছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]