
বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে আজ বুধবার (১৭ জুলাই) সরকারি ছুটি থাকায় বন্ধ রয়েছে আমদানি-রফতানি বাণিজ্য। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে।
শামসুর রহমান জানান, আজ পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। তাই সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধসহ পণ্য খালাশও বন্ধ রয়েছে।
বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, পবিত্র আশুরায় সরকারি বন্ধ উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। আজ বুধবার সকালেও চার হাজার হাজার ৩২ জন যাত্রী ভারতে গেছেন।
বন্দরের ডাইরেক্টর রেজাউল করিম জানান, আজ পবিত্র আশুরায় সরকারি ছুটি থাকায় বন্দর থেকে কোনো পণ্য খালাশ হবে না। তাই ভারতীয় যেসব খালি ট্রাক বন্দরে আটকা আছে, সেসব ট্রাককে দ্রুত ভারতে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য বন্দরে চেকপোস্ট কার্গো শাখা খোলা রাখা হয়েছে।
বন্দরও বন্ধ থাকায় বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান ডাইরেক্টর রেজাউল করিম।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]