
ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৫১ হাজার মে: টন কয়লা নিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা মেজেষ্ট্রী মোংলা বন্দরে এসে পৌঁছেছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি ) সকালে মোংলা বন্দরের হাড়বারিয়ার ৭ নং এলাকায় জাহাজটি নোঙর করে।
জাহাজটির শিপিং এজেন্ট টগি শিপিং এর ম্যানেজার (অপারেশন) ইমাম হোসেন জানান, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫১ হাজার মে: টন কয়লা নিয়ে জাহাজটি গত ১০ জানুয়ারি ইন্দোনেশিয়ার টাবানিং বন্দর থেকে রওনা দিয়ে জাহাজটি আজ মোংলা বন্দরের হাড়বারিয়ায় পৌঁছায়, জাহাজটি থেকে আজ সকাল হতে কয়লা খালাস কাজ শুরু করা হয়েছে এবং এই কয়লা লাইটার জাহাজ এর মাধ্যমে রামাপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হচ্ছে।
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ২টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন করতে প্রতিদিন ১০ হাজার মে: টন কয়লার প্রয়োজন হয় বলে জানায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
এর আগে ২০২২ সালের ১৭ ডিসেম্বর এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে যায়। এরপর কয়েক দফা বন্ধ হলেও বর্তমানে কেন্দ্রটির ২টি ইউনিট চালু রয়েছে। দুই ইউনিট মিলে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।
বিবার্তা/জাহিদ/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]