
পণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে নামছে ভোক্তা অধিদপ্তরপেঁয়াজ, আলু, ডিম, তেলসহ কয়েকটি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। পাশাপাশি ডেঙ্গুর প্রকোপের কারণে বাড়তি দামে স্যালাইন বিক্রি ঠেকাতেও দেয়া হয়েছে কঠোর হুঁশিয়ারি।
তাই পণ্য বেঁধে দেয়া দামে বিক্রি নিশ্চিতে আজ শনিবার ( ১৬ সেপ্টেম্বর) রাজধানীসহ সারা দেশে অভিযানে নামছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীতে আজ অধিদপ্তরের তিনটি টিম বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করবে। এর মধ্যে অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রধান কার্যালয়) শরিফুল ইসলাম ও সহকারী পরিচালক (প্রধান কার্যালয়) সোহেল চাকমা রামপুরা, বাড্ডা ও মহাখালী কাঁচাবাজার এলাকায় অভিযানে যাবেন।
এছাড়া সহকারী পরিচালক (প্রধান কার্যালয়) তাহমিনা বেগম ও সহকারী পরিচালক (প্রধান কার্যালয়) মাগফুর রহমান নিউ মার্কেট, টাউনহল ও সাদেক খান কাঁচাবাজার এলাকায় অভিযানে যাবেন।
সহকারী পরিচালক (প্রধান কার্যালয়) শাহ আলম ও সহকারী পরিচালক (ঢাকা বিভাগীয় কার্যালয়) আসিফ আল আজাদ স্টাফ কোয়ার্টার, কোণাপাড়া ও ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করবেন।
এসব বাজারে অভিযানসহ অধিদপ্তরের সার্বিক কার্যক্রম পরিচালনায় সবাব সহযোগিতা কামনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]