টেকসই উন্নয়নে বাংলাদেশকে ২২৬৩ কোটি টাকা দেবে জার্মানি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৩
টেকসই উন্নয়নে বাংলাদেশকে ২২৬৩ কোটি টাকা দেবে জার্মানি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য ১৯১ মিলিয়ন ইউরো দেবে জার্মানি। প্রতি ইউরো ১১৮.৫০ পয়সা ধরলে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ২৬৩ কোটি ৩৫ হাজার টাকা।


রবিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে এ বিষয়ক দুটি চুক্তি সাক্ষরিত হয়।


বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং জার্মানির পক্ষে অংশ নেন বাংলাদেশের ফেডারেল রিপাবলিক অফ জার্মানির চার্জ ডি অ্যাফেয়ার্স (এ.আই) জান জানোস্কি।


১৯১ মিলিয়ন ইউরো জার্মানি ৫ কোটি ৫০ লাখ ইউরো কারিগরি সহযোগিতা (টিসি) এবং ১৩ কেটি ৬০ লাখ ইউরো আর্থিক সহযোগিতা হিসেবে দেবে।


জার্মানি ১৯৭২ সাল থেকে বাংলাদেশের উন্নয়নে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে যার পরিমাণ ৩ বিলিয়ন ইউরোর বেশি। জলবায়ু পরিবর্তনের অভিযোজন ও প্রশমন, অবকাঠামো, দারিদ্র্যবিমোচন, সুশাসন ও মানবাধিকার, জ্বালানি দক্ষতা এবং নবায়নযোগ্য জ্বালানি স্থানান্তরে জার্মান-বাংলাদেশ উন্নয়ন সহযোগিতার দীর্ঘস্থায়ী ইতিহাস রয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com