আমদানির ৫৫ টন কাঁচা মরিচ দেশে এসেছে
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১৮:৩৭
আমদানির ৫৫ টন কাঁচা মরিচ দেশে এসেছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

৫৫ টন কাঁচা মরিচ আজ দেশে এসেছে। এর মাধ্যমে আমদানির অনুমতি দেওয়া কাঁচা মরিচের মধ্যে ৯৩ টন দেশে এলো।


২ জুলাই, রবিবার কৃষি মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।


কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের ছুটির পরে আজ রবিবার বিকেল ৫টা পর্যন্ত ৫৫ টন কাঁচা মরিচ দেশে এসেছে। রাতে আরও আসবে।


কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দেশে এসেছে মোট ৯৩ টন।


আর ৯ লাখ ১৮ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতির বিপরীতে দেশে এসেছে এক লাখ ৩৮ হাজার ৫০০ টন।


হঠাৎ কাঁচা মরিচের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় গত ২৫ জুন আমদানির অনুমতি দেয় সরকার। কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়, রবিবার (২৫ জুন) সারাদিনে কাঁচা মরিচের ৩০টি আইপিতে ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়া হয়েছে।


সরকার আমদানির অনুমতি দেয়ার পরও একদিনের ব্যবধানে ২৬ জুন রাজধানীর বাজারগুলোতে কেজিতে কাঁচামরিচের দাম ১০০ টাকা বেড়ে যায়। ২৫ জুন কাঁচা মরিচের কেজি ছিল ৩০০ টাকা। ২৬ জুন তা আরও বেড়ে ৪০০ টাকা হয়।


ঈদের পর কাঁচা মরিচের দাম বাড়ার পালে আর এক দফা হাওয়া লাগে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচা মরিচের কেজি ৬০০ টাকা বিক্রি হয়। তবে আজ দাম কিছুটা কমে ৪৮০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com