শেয়ারবাজারে ফের ছন্দপতন
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ১৮:৪৪
শেয়ারবাজারে ফের ছন্দপতন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সপ্তাহজুড়ে কিছুটা চাঙ্গাভাবে ছিল দেশের শেয়ারবাজার। কিন্তু শেষ কর্মদিবসে এসে ফের ছন্দপতন দেখা গেল দেশের প্রধান শেয়ারবাজারে। কারণ বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে মুনাফা তোলার চেষ্টা করেছেন। যার কারণে গত দুইদিন ধরে লেনদেন ও সূচকের উত্থান পতনের মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ায় দিন পার করেছে শেয়ারবাজার।


আজকের শেয়ারবাজার পর্যালোচনাঃ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সমান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও লেনদেন কমেছে।


৯ মার্চ, বৃহস্পতিবার ডিএসই-সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


আজ ডিএসইতে ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১০৩ কোটি ৮৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৬৪৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


শেয়ারবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৬ পয়েন্টে।


আজ ডিএসইতে ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসইতে ৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


দর বেড়েছে যেসবে কোম্পানির : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৭ টির দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ঢাকা ইন্সুরেন্সের। গেল কর্মদিবসে ঢাকা ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৬৩ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৬৯ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৩০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।


অন্যান্য কোম্পানিগুলো হলো : রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের ৫.৯১ শতাংশ, বিডিকম অনলাইনের ৫.৮২, ইউনিয়ন ইন্সুরেন্সের ৪.৯৭, এডিএন টেলিকমের ৪.৭৮, বেঙ্গল উইন্ডস্বরের ৪.০৮, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৩.৩৩, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের ৩.০৩, ইউনিক হোটেলের ২.৫৫ এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ২.৫২ শতাংশ দর বেড়েছে।


দর কমেছে যেসব কোম্পানির : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১৫ টির দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ন্যাশনাল ফিড মিল লিমিটেডের। গেল কর্মদিবসে ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ক্লোজিং দর ছিল ১৪ টাকা ৫০ পয়সা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১৩ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৭০ টাকা বা ৪.৮২ শতাংশ কমেছে।


অন্যান্য কোম্পানিগুলো হলো : পদ্মা ইসলামি লাইফ ইন্সুরেন্স ৪.৩৯ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৪.৩২, ফারইস্ট ফাইন্যান্সের ৩.২৭, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৩.০৪, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৩.০৩, বিডি থাই এ্যালুমিনিয়ামের ২.৯৬, খান ব্রাদার্সের ২.৯১, প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্সের ২.৮৩ এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২.৮৯ শতাংশ দর কমেছে।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com